দেশজুড়ে

নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভেসে উঠল বুদ্ধিপ্রতিবন্ধী শিশুর লাশ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শিবানন্দপুর গ্রামে তিনদিন ধরে নিখোঁজ সিয়াম (১০) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেলে বাড়ির পাশে একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত সিয়াম শিবানন্দপুর গ্রামের রাজমিস্ত্রী ফিরোজ মাতুব্বরের ছেলে।

সিয়ামের চাচা আলী আকবর জানান, ছেলেটি বুদ্ধিপ্রতিবন্ধী ছিল। রোববার বিকেল থেকে সে নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। মঙ্গলবার বিকেলে হঠাৎই পুকুরে ভেসে থাকতে দেখা যায় সিয়ামের লাশ। তার মৃগীরোগের সমস্যা ছিল। ধারণা করা হচ্ছে প্রতিবন্ধিতার কারণে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।

এশা সাতৈর ইউনিয়নের ডোবরা-কয়ড়া ঈদগাহ ময়দানে জানাজা শেষে তাকে দাফন করা হয়।

এন কে বি নয়ন/এনআইবি/এএসএম