দেশজুড়ে

চেয়ারম্যান-মেম্বারদের অর্থায়নে পাঁচ শতাধিক মানুষ পেলো শীতবস্ত্র

দেশের তাপমাত্রা যখন নিম্নগামী তখন কিশোরগঞ্জের তাপমাত্রাও রেকর্ড নিম্নগামী। এমন অবস্থায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের জনপ্রতিনিধিরা। নিজ অর্থায়নে পাঁচ শতাধিক শীতার্তকে কম্বল উপহার দিয়েছেন তারা।

বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে চেয়ারম্যান মো. কাসেদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও দিলশাদ জাহান। তিনি শীতার্ত ৫০০ মানুষের মাঝে কম্বল তুলে দেন।

অষ্টগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দিলশাদ জাহান জানান, সারাদেশের মতো কিশোরগঞ্জ হাওরেরও তীব্র শীত। পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বাররা নিজস্ব অর্থায়নে ইউনিয়নের পাঁচ শতাধিক মানুষকে শীতবস্ত্র হিসেবে কম্বল দিয়েছেন। এমন মানবিক কার্যক্রমে উপস্থিত থাকতে পেরে ভালো লাগছে।

পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মো. কাসেদ মিয়া জানান, পরিষদের সদস্যের ব্যক্তিগত অর্থায়নে ৫০০ শীতার্ত মানুষকে কম্বল উপহার দিয়েছি। সরকারকে সহায়তা করায় আমাদের মূল লক্ষ্য। আবহাওয়া এমন থাকলে শীতবস্ত্র বিতরণ অব্যহত থাকবে।

এসকে রাসেল/এএইচ/এমএস