ক্যাম্পাস

রাবি সায়েন্স ক্লাবের সভাপতি মাসুদ, সম্পাদক সৈকত

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সায়েন্স ক্লাবে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মাসুদকে সভাপতি ও ফার্মেসি বিভাগের শেখ সৈকতকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

বুধবার (১৭ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনের প্রকৌশল গ্যালারিতে আট সদস্যের কমিটি ঘোষণা করেন ক্লাবের প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. তারিকুল হাসান।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী সায়েম আলম ও ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের হাসান হাওলাদার । যুগ্ম সাধারণ সম্পাদক ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের উম্মে তাহেরা এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তামিম রহমান।

কোষাধ্যক্ষ পরিসংখ্যান বিভাগের মো.গোলাম রাব্বি। সাংগঠনিক সম্পাদক ভূতত্ত্ব ও পরিবেশবিদ্যা বিভাগের তোফায়েল আহমেদ তোফা।

এসময় সভাপতি-সাধারণ সম্পাদককে দ্রুত সময়ে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার নির্দেশনা দেওয়া হয়।

এছাড়াও ক্লাবের স্থায়ী কমিটির নতুন সদস্য পদ পেয়েছেন আবিদ হাসান, আজীবন সদস্য পদ পেয়েছেন রুহুল আমিন রুমি, মো. আশাদুল ইসলাম এবং স্বাগতা বৃতি রায় গুপ্ত।

সভায় প্রধান অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম।

উল্লেখ্য, ২০১৫ সাল থেকে যাত্রা শুরু করে নিরলসভাবে বিজ্ঞান প্রচার ও প্রসারে কাজ করছে ক্লাবটি।

মনির হোসেন মাহিন/এএইচ/জিকেএস