দেশজুড়ে

দৌড়ে ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়লেন বৃদ্ধ

দৌড়ে ট্রেনে উঠতে গিয়ে ট্রেনে কাটা পড়ে শেখ মারুফ হোসেন নামে (৬৬) এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেল সোয়া চারটার দিকে নওয়াপাড়া রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে উঠতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শেখ মারুফ হোসেন খুলনার টুটপাড়া মেইন রোড এলাকার শেখ গোলাম হোসেনের ছেলে।

নওয়াপাড়া রেলওয়ের দায়িত্বরত হাবিলদার এনামুল হক জানান, খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি স্টেশন ছাড়ার সময় দৌঁড়ে ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে নিচে পড়ে যান একজন বৃদ্ধ। এসময় তার মাথার ওপর দিয়ে ট্রেন চলে যাওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

নওয়াপাড়া রেলস্টেশনের স্টেশন মাস্টার অনুপ কুমার জাগো নিউজকে জানান, নিহতের লাশ জিআরপি পুলিশ নিয়ে গেছে। ময়নাতদন্ত শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

মিলন রহমান/এনআইবি/জেআইএম