দেশজুড়ে

দেড় হাজার শীতার্তকে কম্বল দিলো এরশাদ উদ্দিন ফাউন্ডেশন

তীব্র শীতে অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে কিশোরগঞ্জের করিমগঞ্জের এরশাদ উদ্দিন ফাউন্ডেশন। দেড় হাজার অসহায় শীতার্ত মানুষকে কম্বল উপহার দিয়েছেন তারা। শীতবস্ত্র হিসেবে কম্বল উপহার পেয়ে অসহায় মানুষের মুখে হাসি ফুটে উঠেছে।

শুক্রবার (১৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় উপজেলার রৌহা এলাকায় ফাউন্ডেশনের কার্যালয় সামনে কম্বল বিতরণের আয়োজন করা হয়। এসময় ফাউন্ডেশনের চেয়ারম্যান এরশাদ উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

কম্বল পেয়ে সমিরন বানু নামের এক বৃদ্ধা জানান, এরশাদ বাবা বিভিন্ন সময়ে সহযোগিতা নিয়ে আমাদের পাশে দাঁড়ায়। এবারের শীতেও তিনি আমাদের পাশে দাঁড়িয়েছে। আল্লাহর কাছে তার জন্য দোয়া করি।

ফজলু মিয়া জানান, শীতে কম্বল পেয়ে আমাদের বেশ উপকার হয়েছে। শীতে খুব কষ্টে ছিলাম। কম্বলের উমে শীতটা খুব ভালো ভাবেই যাবে।

ফাউন্ডেশনের চেয়ারম্যান এরশাদ উদ্দিন জাগো নিউজকে জানান, দেশের তাপমাত্রা এবছর খুব নিম্ন পর্যায়ে চলে গেছে। কিশোরগঞ্জের নিকলীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে। তাপমাত্রার এমন বিরূপ প্রভাবে তীব্র শীতে জুবুথুবু অবস্থা অসহায় মানুষদের। তাদের কথা চিন্তা করে ফাউন্ডেশনের পক্ষ থেকে দেড় হাজার অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এবছর করিমগঞ্জ ও তাড়াইল উপজেলায় তিন হাজার কম্বল বিতরণের পরিকল্পনা রয়েছে।

এসকে রাসেল/এনআইবি/এএসএম