দেশজুড়ে

মৌলভীবাজারে অটোরিকশা-বাস মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মৌলভীবাজারে সিএনজিচালিত অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শিশুসহ ছয়জন।

শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কের দুর্লভপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার শেরপুর সিএনজি সমিতির সভাপতি আবাস মিয়া (৭০) ও শেরপুর গ্রামের মধু মিয়া (৬৫)।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতাল ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম ও পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মৌলভীবাজার থেকে ছেড়ে যাওয়া একটি বাস শেরপুরের দিকে যাচ্ছিল। পথে দুর্লভপুর এলাকায় একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজন নিহত ও ছয়জন আহত হন।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এসআর/এএসএম