ব্রাহ্মণবাড়িয়ায় রেডক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ৮০০ অসহায়ের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার (২০ জানুয়ারি) জেলা শহরের সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গনে কম্বল বিতরণের এ আয়োজন করা হয়। এসময় শীতার্ত মানুষের পাশাপাশি বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানেও এসব কম্বল বিতরণ করা হয়।
কম্বল নিতে আসা অসহায় মানুষরা জানান, কনকনে এই শীতে খুব কষ্ট করে বসবাস করছিলেন তারা। কম্বল পেয়ে অনেক উপকার হয়েছে তাদের। খুশি হয়েছেন সকলেই।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
এসময় স্বাগত বক্তব্য রাখেন সোসাইটির সাধারণ সম্পাদক সাংবাদিক বাহারুল ইসলাম মোল্লা।
রেডক্রিসেন্ট সোসাইটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ মিজানুর রেজার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার শাখাওয়াত হোসেন, সাবেক পৌর মেয়র হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু প্রমুখ।
আবুল হাসনাত মো. রাফি/এনআইবি/এমএস