জাতীয়

রাজধানীতে আনসারুল্লাহ বাংলা টিমের ২ সদস্য গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে আনসারুল্লাহ বাংলা টিমের ২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারের অতিরিক্ত উপ-কমিশনার সাইদুর রহমান জানান, মঙ্গলবার দিনগত গভীর রাতে যাত্রাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ড্রোন প্রজেক্টের অনেক ডকুমেন্ট উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে গ্রেফতারকৃতদের নাম পরিচয় জানা যায়নি। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।