দেশজুড়ে

পাটুরিয়ায় পৌঁছেছে ঝিনাই-১

বিআইডব্লিউটিএর হাইড্রোগ্রাফি কাজে ব্যবহৃত অত্যাধুনিক প্রযুক্তির জাহাজ ঝিনাই-১ মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে পৌঁছেছে।

রোববার(২১ জানুয়ারি) বিকাল ৫টা দিকে নারায়গঞ্জ থেকে জাহাজটি পাটুরিয়া ঘাটে ফেরিডুবি স্থলে পৌঁছায়।

ঝিনাই-১ জাহাজটিতে রয়েছে মাল্টিভম ইকো সাউন্ডার। যার মাধ্যমে নদীর তলদেশে বিভিন্ন বস্তু সনাক্ত করা যায়। পাটুরিয়া ঘাটে ডুবে যাওয়া রজনীগন্ধা ফেরি ও ট্রাক সনাক্তের কাজে ব্যবহার করা হবে এ জাহাজ।

বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক এস এম আজগর আলী জানান, উদ্ধার কাজে অনুসন্ধানে গতি আনতে নারায়ণগঞ্জ থেকে ঝিনাই-১ জাহাজ ডাকা হয়। জাহাজটিতে মাল্টিভিম ইকো সাইন্ডার আছে। এটি পানির নিচের বস্তু সনাক্ত করা যায়। এর মাধ্যমব নিখোঁজ ব্যক্তি ও ট্রাকের সন্ধান মিলবে আশা করি।

তিনি আরও জানান, সোমবার (২২ জানুয়ারি) সকাল থেকে জাহাজটি উদ্ধার কাজে সহযোগিতা করবে।

আরও পড়ুন: উদ্ধারকাজে যোগ দিয়েছে ‘প্রত্যয়’, আসছে ‘ঝিনাই-১’

এর আগে রোববার (২০ জানুয়ারি) সকাল ১০টা থেকে পঞ্চম দিনের মতো উদ্ধার কাজ শুরু হয়। উদ্ধারকারী জাহাজ প্রত্যয় যাতে ফেরিটিকে টেনে উপরে তুলতে পারে সে জন্য পানিতে নেমেছে বিআইডব্লিউটিএ, ফায়ার সার্ভিস ও নৌবাহীনির ডুবুরি দল।

রোববার বিকাল ৩টার দিকে দুর্ঘটনাস্থলের কাছ থেকে ভুট্টা বোঝাই একটি ট্টাক উদ্ধার করেছে হামজা। তবে পাটুরিয়া ২ নম্বর ফেরিঘাট পন্টুনে ট্রাকটি নামানোর সময় ভুট্টাগুলো নদীতে পড়ে যায়। এ নিয়ে ৫ দিনে মোট চারটি ট্রাক উদ্ধার করা হলো। পানিতে আছে আরেও পাঁচটি ট্রাক।

তবে ফেরি উদ্ধারে আর কতদিন সময় লাগবে তা নির্দিষ্ট করে বলতে পারেননি তিনি। বলেন, পানির নিচে ডুবন্ত ফেরি কতক্ষণ পর উদ্ধার হবে তা হিসাব করে বলা যাবে না। স্রেতের কারণে উদ্ধার কাজ ব্যহৃত হচ্ছে। তবে ফেরি, যানবাহন ও নিখোঁজ ইঞ্জিন চালক হুমায়ুন কবিরকে উদ্ধারে সাধ্যের সবটুকু দিয়ে চেষ্টা করা হচ্ছে।

আরও পড়ুন: ফেরিডুবির ২৪ ঘণ্টায়ও খোঁজ মেলেনি সেকেন্ড অফিসারের

গত বুধবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে পাটুরিয়া পাঁচ নম্বর ফেরিঘাটের অদূরে ৯টি ট্রাক নিয়ে রজনীগন্ধা নামের ইউটিলিটি ফেরি ডুবির ঘটনা ঘটে। ফেরিতে কোনো যাত্রীবাহী বাস ছিলো না। দুর্ঘটনার পর স্থানীয়রা ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় ২০ জনকে জীবিত উদ্ধার করে। তবে নিখোঁজ থাকেন রজনীগন্ধা ফিরির সেকেন্ড অফিসার হুমায়ুন কবীর। গত পাঁচ দিনেও তার সন্ধান মেলেনি।

বি এম খোরশেদ/এএইচ/জিকেএস