ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের পাইকদিয়া গ্রামে এক ব্যাংকারের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সেইসঙ্গে একই গ্রামের ঘারুয়া বিল থেকে ১০টি সেচপাম্প (শ্যালো মেশিন) চুরি হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা।
শনিবার (২০ জানুয়ারি) দিনগত গভীর রাতে ঘারুয়া ইউনিয়নের পাইকদিয়া গ্রামের বাসিন্দা ব্যাংকার শামীম মাতুব্বরের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। তিনি ঘারুয়া বাজার অগ্রণী ব্যাংকের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে কর্মরত।
এ বিষয়ে ব্যাংকার শামীম মাতুব্বর জানান, রাত আড়াইটার দিকে ৮-১০ জনের ডাকাতদল স্টিলের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি করেন তারা। ৮-১০ হাজার নগদ টাকা ও তিন ভরি স্বর্ণালংকার লুট করেন।
একই রাতে গ্রামের ঘারুয়া বিল থেকে ১০টি সেচপাম্প চুরি হয়েছে বলে স্থানীয় কৃষকরা জানান।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বলেন, এটি ডাকাতি নয়, তিনজন চোর ঘরে প্রবেশ করে শাবল দিয়ে ভয় দেখিয়ে মালামাল নিয়ে যান। তবে এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
এন কে বি নয়ন/এসআর/জিকেএস