দেশজুড়ে

নীলফামারীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

নীলফামারীতে ট্রাকের ধাক্কায় ফারুক হোসেন (২৪) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এসময় তার সঙ্গে থাকা মানিকুল ইসলাম (২৩) গুরুতর আহত হন।

সোমবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ১১ টার দিকে নীলফামারী কুন্দুপুকুর ইউনিয়নে টেক্সটাইল গামী একটি ব্রীজের উপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফারুক হোসেন সংগলশী ইউনিয়নের চেয়ারম্যান পাড়ার আলতাফ হোসেন ছেলে।

পুলিশ জানায়, রাতে পুলেরহাট থেকে মোটরসাইকেলে দুই ব্যক্তি টেক্সটাইলের দিকে যাওয়ার সময় রাস্তার অপরদিক থেকে আসা একটি বালু বোঝাই ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক ফারুক হোসেন ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন। এসময় তার সঙ্গী মানিকুল ইসলাম আহত হন। পরে তাদেরকে স্থানীয়রা নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে যান।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম জাগো নিউজকে বলেন, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। নিহতের ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। তবে ঘাতক ট্রাকটিকে এখনো আটক করা যায়নি।

এনআইবি/জেআইএম