অর্থনীতি

বৃহস্পতিবার ৮ কোম্পানির এজিএম

পুঁজিবাজারে তালিকাভুক্ত আটটি কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) কাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য নিশ্চিত করেছে।কোম্পানিগুলো হলো: রহিম টেক্সটাইল মিলস্ লি., কোহিনুর কেমিক্যাল কোম্পানি (বাংলাদেশ)লি., ন্যাশনাল পলিমার ইন্ড্রাাস্ট্রিজ লি., মালেক স্পিনিং মিলস্ লি., হা-ওয়েল টেক্সটাইল বিডি লি., পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লি., সায়হাম টেক্সটাইল মিলস্ লি.।রহিম টেক্সটাইল : পুরাতন বিমান বন্দর এলাকায় ট্রাস্ট মিলনায়তনে সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।কোহিনুর কেমিক্যাল : সকাল সাড়ে ৯ টায় বেইলী রোডের অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হবে।ন্যাশনাল পলিমার : সকাল ১০টায় গাজীপুরের বোর্ডবাজার এলাকায় ফকরুদ্দিন অ্যান্ড সন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে।মালেক স্পিনিং : সকাল সাড়ে ১০টায় ট্রাস্ট মিলনায়তন, পুরাতন বিমানবন্দরে অনুষ্ঠিত হবে।হা-ওয়েল টেক্সটাইল বিডি : সকাল ১১টায় দ্য ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি ভবন), ১৬০/এ কাকরাইল অনুষ্ঠিত হবে।পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি : সকাল সাড়ে ১১টায় হোটেল পূর্বাণী, দিলকুশা, মতিঝিলে অনুষ্ঠিত হবে।সায়হাম টেক্সটাইল : সকাল সাড়ে ১১টায় কোম্পানির ফ্যাক্টরি প্রাঙ্গন শ্যামনগর, মাধবপুর হবিগঞ্জ অনুষ্ঠিত হবে।