মাদারীপুরের শিবচরে কাওড়াকান্দি ঘাট এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় সাথী নামে আট বছরের এক শিশু নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাথী মাদবরচর ইউনিয়নের লপ্তিকান্দি গ্রামের তোতা শেখের মেয়ে।স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় কাওড়াকান্দি ঘাটের ভিআইপি মোড়ে রাস্তা পার হচ্ছিল ইতি আক্তার সাথী। এসময় কাওড়াকান্দি থেকে ছেড়ে আসা মোকসেদপুরগামী মাইক্রোবাসটি পথচারী সাথীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পাঁচ্চর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ জানান, মাইক্রোবাসটি আটক করা হয়েছে। চালক পলাতক রয়েছেন। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলছে। এ কে এম নাসিরুল হক/এআরএ/আরআইপি