জাতীয়

রাঙ্গুনিয়ায় আগুনে পুড়লো দোকানঘর

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় চুলার আগুনে পুড়েছে দোকানঘর। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে সরফভাটা ইউনিয়নের কান্দারকুল গ্রামের জসিম উদ্দিনের চা দোকানে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে রাঙ্গুনিয়ার ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নির্বাপণ করে।

রাঙ্গুনিয়ার ফায়ার সার্ভিসের টিম লিডার জাহেদুর রহিম জানান, রাত ১১টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রাত ১২টা ২০ মিনিটে আগুন নির্বাপণ করা হয়।

চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানান তিনি।

এমডিআইএইচ/এমআইএইচএস/জেআইএম