পাবনার সাঁথিয়ায় রাস্তা পার হতে গিয়ে কাভার্ডভ্যান চাপায় আব্দুর রহমান (রহম) নামের সাবেক এক ইউপি মেম্বারের মৃত্যু হয়েছে।
বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে পাবনা-ঢাকা মহাসড়কের টুকু বাঁধ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহমান (৭০) সাঁথিয়া উপজেলার পাটগাড়ি গ্রামের মৃত মহেশ আলীর ছেলে। তিনি নাগডেমড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি মেম্বার।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আব্দুর রহমান বাড়ির পাশের পুকুর থেকে গোসল করে বাড়ি ফিরছিলেন। পাবনা-ঢাকা মহাসড়কের একপাশ থেকে অপর পাশে যাচ্ছিলেন। এসময় পাবনার বেড়া উপজেলা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সিমেন্টবাহী একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে নেওয়ার পথে উল্লাপাড়া এলাকায় পৌঁছালে তিনি মারা যান। মাধপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আমিন ইসলাম জুয়েল/এসআর/জিকেএস