দেশজুড়ে

ঠাকুরগাঁওয়ে চেয়ারম্যান পদে ৪৬ জনের মনোনয়নপত্র দাখিল

৪র্থ ধাপে ইউপি নির্বাচনে ঠাকুরগাঁও সদর উপজেলার ১২টি ইউনিয়নে ৪৬ জন প্রার্থী চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে এ সকল প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র জমা দেন।এ সকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীরা হলেন,১নং রুহিয়া ইউনিয়নে আওয়ামী লীগের মনোনিত মনিরুল ইসলাম বাবু, বিএনপির মনোনিত আব্দুল মালেক, স্বতন্ত্র প্রার্থী আবু সাইদ মো. আনোয়ার মোর্শেদ, আব্দুল আজিজ ও মাজাহারুল ইসলাম।২নং আখাঁনগড় ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত রেজাউল ইসলাম, বিএনপি মনোনিত হাফেজ মজিবর রহমান, স্বতন্ত্র আমির হোসেন, গোলাম কিবরিয়া, নুরুল ইসলাম, তাজেমুল ইসলাম ও আওয়ামী লীগের বিদ্রোহী রোমান বাদশাহ।৩ নং আক্চা ইউনিয়নে আওয়ামী লীগের মনোনিত সুব্রত কুমার বর্মন, বিএনপির মনোনিত গোলাম সারোয়ার চৌধুরী, স্বতন্ত্র সালাউদ্দিন, অমর নাথ সিং ও আওয়ামী লীগের বিদ্রোহী শহিদুল ইসলাম।৪ নং বড়গাঁও ইউনিয়নে আওয়ামী লীগের মনোনিত মো. ফয়জুর রহমান, বিএনপির মনোনিত প্রভাত কুমার সিং ও স্বতন্ত্র মতিউর রহমান।৭ নং চিলারং ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত ফজলুল হক, বিএনপি মনোনিত বজলুর রহমান ও আওয়ামী লীগ বিদ্রোহী আইয়ুব আলী।৮ নং রহিমানপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত খেলাফত হোসেন ও বিএনপি মনোনিত আবু হাসান মো. আব্দুল হান্নান হান্নু।৯ নং রায়পুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনিত নুরুল ইসলাম, বিএনপির মনোনিত তোফায়েল হোসেন, স্বতন্ত্র প্রার্থী মামুন অর রশিদ ও দিনেশ চন্দ্র বর্মন। ১০ নং জামালপুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনিত নজরুল ইসলাম চৌধুরী, বিএনপির মনোনিত দবিরুল ইসলাম, স্বতন্ত্র এস এম মোস্তাক ও নজরুল ইসলাম।  ১১ নং মোহাম্মদপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত মো. সোহাগ, বিএনপি মনোনিত আশরাফুল হক ও স্বতন্ত্র শাজাহান ই হাবিব।১৪ নং রাজাগাঁও ইউনিয়নে আওয়ামী লীগের মনোনিত মোশারুল ইসলাম সরকার, বিএনপির মনোনিত আমিনুল ইসলাম ও স্বতন্ত্র আমিনুর রহমান।২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত অনিল কুমার সেন ও বিএনপি মনোনিত মোস্তাফা কামাল।২১ নং ঢোলারহাট ইউনিয়নে আওয়ামী লীগের মনোনিত সীমান্ত কুমার বর্মন নির্মল, বিএনপির মনোনিত আব্দুল জব্বার, স্বতন্ত্র অখিল চন্দ্র রায় ও আশ্বিনি কুমার বর্মন। রবিউল এহ্সান রিপন/এফএ/পিআর