চট্টগ্রামে মো. আবদুস সালাম আজিম নামে মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক আসামি গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার চট্টগ্রামের হাটহাজারী থানাধীন চৌধুরী হাট এলাকা থেকে তাকে গ্রেফতার করে নগরীর পাঁচলাইশ থানা পুলিশ।
পরে তাকে আদালতে পাঠানো হয় বলে জানান পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সন্তোষ কুমার চাকমা।
তিনি বলেন, ২০০৮ সালের পাঁচলাইশ থানার এক মাদক মামলায় আবদুস সালাম আজিমকে কারাদণ্ড দেন আদালত। রায় ঘোষণার আগে থেকে তিনি পলাতক ছিলেন। বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে তাকে হাটহাজারীর চৌধুরী হাট থেকে গ্রেফতার করা হয়।
ইকবাল হোসেন/জেএইচ