দেশজুড়ে

রামগঞ্জে ৭ দিনে ২২ গরু চুরি

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে খামার থেকে গত ৭ দিনে ২২টি গরু চুরি হয়েছে। এ নিয়ে গরুর মালিক ও খামারিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। চুরি ঠেকাতে অনেকেই গোয়াল ঘরের পাশে রাত কাটাচ্ছেন।খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি উপজেলার ভোলাকোট, নোয়াগাঁও ও ভাটরা ইউনিয়নের বিভিন্ন গ্রামে গরু চুরির ঘটনা ঘটেছে। গত এক সপ্তাহে আকরতমা গ্রামের আমির হোসেনের ৭টি, অহিদ উল্লাহর ৬টি ও দেবনগর গ্রামের বাবুল মিয়ার ২টি, রামসিংপুর আবদুল মন্নানের ২টি, আশা কোট গ্রামের কালু মিয়ার ৫টি গরু চুরি হয়েছে। রাতের আধাঁরে সংঘদ্ধ চোরের দল দেশীয় ও অস্ট্রেলিয়ান প্রজাতির এসব গরু চুরি করে নিয়ে গেছে।আকরতমা গ্রামের আমির হোসেন জানান, ২ এপ্রিল রাত ১টার দিকেও তিনি খামারে গরু দেখশুনা করে গেছেন। সকালে এসে দেখেন বাছুরসহ ৭ টি গরু নেই।সমেষপুর গ্রামের আবদুল মন্নান জানান, চারদিকে গরু চুরির ঘটনা বেড়ে গেছে। এজন্য তিনি এখন গোয়াল ঘরের পাশে রাতে মশারি টাঙিয়ে ঘুমান।এ ব্যাপারে রামগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সোলায়মান চৌধুরী বলেন, গরু চুরির বিষয়ে কেউ পুলিশকে জানায়নি। অভিযোগ করলে প্রয়োজনীয় আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।কাজল কায়েস/এফএ/এমএস