টি-টোয়েন্টির বিশ্ব আসরের মুকুট মাথায় পরেছেন। এবার আইপিএলের মুকুট মাথায় পরার পালা ক্যারিবীয় অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোর। বিশ্বকাপ টি-টোয়েন্টি জয়ের আনন্দের রেশ এখনো রয়ে গেছে; এরই মাঝে শুরু হচ্ছে আইপিএল। ভারতের জমজমাট এই লিগের উদ্বোধনী অনুষ্ঠানে ব্রাভো গাইবেন নিজের গাওয়া গান ‘চ্যাম্পিয়ন! চ্যাম্পিয়ন!’ টুর্নামেন্টের চেয়ারম্যান রাজিব শুকলা এমনটাই জানিয়েছেন। বিগত আইপিএলের সবগুলোতেই চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠ মাতিয়েছিলেন ব্রাভো। এবার গুজরাট লায়ন্সের জার্সি গায়ে দেখা যাবে ব্রাভোকে। ইতোমধ্যেই খুব জনপ্রিয় হয়ে উঠেছে ব্রাভোর চ্যাম্পিয়ন গানটি। বিশ্বের বিভিন্ন প্রান্তের তারকারা ব্রাভোর এই গানে নেচে গেঁয়ে নিজেদের উচ্ছাসের কথা প্রকাশ করেন। আইপিএল চেয়ার রাজিব শুকলা বলেন, ‘মুম্বাইতে হতে যাওয়া আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে ব্রাভো তার চ্যাম্পিয়ন গানে নাচবে। তার গানের সাথে কয়েকজন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারও নাচবে যা আইপিএলের প্রতি মানুষের আকর্ষন বাড়াবে।’ তাছাড়া এবার আমেরিকার নিউ জার্সিতে ফ্যান পার্কে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান দেখানো হবে বড় পর্দায়। বিশ্বের ৩৫টি দেশে দেখানো হবে আইপিএলের অনুষ্ঠান, এমনটাই জানালেন আইপিএলের চেয়ারম্যান।আরআর/আইএইচএস/এমএস