ঠাকুরগাঁওয়ে ঘন কুয়াশায় বাস ও ট্রাক মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় বাস ট্রাকে থাকা চারজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করেছে ফায়ার সার্ভিস।
রোববার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় ভুল্লি কচুবাড়ি এলাকায় ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন নওগাঁ জেলার পত্নীতলা গ্রামের সুশীলের ছেলে লিটন (৩০), টাঙ্গাইলের ভুয়াপুর থানার সিরাজ কান্দি গ্রামের রফিকুলের ছেলে সন্দীব (২৫) একই গ্রামের মোজাম্মেল হকের ছেলে রঞ্জু (৫০) নওগাঁ জেলার বাগমারা গ্রামের শচীনের ছেলে চঞ্চল (৩০)।
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস কর্মকর্তা সারোয়ার হোসেন জাগো নিউজকে বলেন, পঞ্চগড়গামী একটি ট্রাক ও পঞ্চগড় থেকে জামালপুরের উদ্দেশে রওনা হওয়া বাস শিবু কোচের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চারজন গুরুতর আহত হয়েছে। আহতদের ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে পাঠানো হয়ছে। ধারণা করা হচ্ছে ঘন কুয়াশার কারণে দূর্ঘটনাটি ঘটেছে।
তানভীর হাসান তানু/এনআইবি/জেআইএম