নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের চেষ্টাকালে মংপ্রুশি মারমা (২০) নামে মিয়ানমারের এক নাগরিককে আটক করা হয়েছে। প্রায় ৪ ঘণ্টা পর তাকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে।
শনিবার (২৭ জানুয়ারি) সকাল ১০টা ৫০ মিনিটের দিকে উপজেলার ঘুমধুম রেজু আমতলী বিওপির বিশেষ টহল দল তাকে আটক করে দুপুর আড়াইটার দিকে পুশব্যাক করা হয়। মংপ্রুশি মারমা মিয়ানমারের মংডুর থুয়াংচি মারমার ছেলে।
৩৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল সাইফুল ইসলাম চৌধুরী বলেন, সীমান্তের ৩৯ নম্বর পিলার এলাকা দিয়ে অনুপ্রবেশের সময় মগপাড়া ব্রিজসংলগ্ন এলাকা থেকে তাকে আটক করে টহলরত বিজিবির সদস্যরা। পরে তাকে বাইশফাঁড়ি বিওপি সংলগ্ন সীমান্ত পিলার ৩৭ এলাকার আমবাগান দিয়ে মিয়ানমারে ফেরত পাঠানো হয়।
সায়ীদ আলমগীর/আরএইচ/জেআইএম