চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে সাত জেলেকে আটক করা হয়েছে। এ সময় এক লাখ ৪৫ হাজার মিটার কারেন্টজাল ও ৮৫ কেজি জাটকা জব্দ করা হয়।
রোববার (২৮ জানুয়ারি) দিনভর নদীর বিভিন্ন এলাকায় অভিযানে নেতৃত্ব দেন মৎস্য অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. আব্দুস ছাত্তার।
হাইমচর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. মাহবুব রশীদ জানান, উপজেলা মৎস্য অধিদপ্তর, কোস্টগার্ড ও নীলকমল নৌ পুলিশ ফাঁড়ির সম্মিলিত অভিযানে এক লাখ ৪৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৮৫ কেজি জাটকা জব্দ করা হয়। নিষিদ্ধ কারেন্টাল দিয়ে জাটকা আহরণ করার দায়ে সাতজনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়।
জব্দকৃত কারেন্টজাল হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূর্বিতা চাকমার অনুমতি ক্রমে আগুনে পুড়িয়ে বিনষ্ট এবং জব্দকৃত জাটকা স্থানীয় দুটি এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
সম্মিলিত অভিযানে চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান, নীল কমল নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন, কোস্টগার্ড হাইমচর নয়ানী আউটপোস্টের সিসি মো. এমদাদুল ও সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
শরীফুল ইসলাম/আরএইচ/জিকেএস