পরস্পরের প্রতি বিশ্বাস আর ভালোবাসার মধ্য দিয়েই গড়ে ওঠে আমাদের সম্পর্কগুলো। সেই সম্পর্ক ভালো রাখতেও প্রয়োজন বিশ্বাস এবং ভালোবাসার। একে অন্যের প্রতি দায়িত্ববোধ, বিশ্বস্ততা একেকটা সম্পর্ককে টিকিয়ে রাখে আজীবন। এমন কিছু কাজ আছে যেগুলো থেকে বিরত থাকলে সম্পর্কগুলো আরও সুন্দর হয়ে ওঠে। যখন তখন ভাঙনের ভয় থাকে না।সন্দেহএকটি সম্পর্ক ভাঙার জন্য একটুখানি সন্দেহই যথেষ্ট। তাই যতটা সম্ভব সঙ্গীকে সন্দেহ করা থেকে বিরত থাকুন। অযথা সন্দেহ শুধু অশান্তিই বাড়ায়।দোষারোপযেকোন ব্যাপারে সঙ্গীকে দোষারোপ করা থেকে বিরত থাকুন। যদি সত্যিই সে কোনরকম ভুল করে থাকে তবে তার ভুলটা শুধরে দেয়ার চেষ্টা করুন। বারবার দোষারোপ করতে থাকলে বরং তার মানসিক জোর কমে যাবে।কথা না রাখাকথা না রাখার মত কাজটি আপনি কখনোই করতে যাবেন না। কথা দিলে চেষ্টা করবেন কথা রাখার। এতে সঙ্গীর কাছে আপনার বিশ্বস্ততা, গ্রহনযোগ্যতা দুটোই বৃদ্ধি পাবে।উদাসীনতাপ্রত্যকেই চান তার সঙ্গীটি তাকে গুরুত্ব দিক। তাই সঙ্গীর যেকোন ছোটখাটো সমস্যাও গুরুত্বের সঙ্গে দেখুন। তার প্রতি যেন কখনোই উদাসীনতা না চলে আসে।গোপন করাযা-ই ঘটুক, সঙ্গীর কাছ থেকে কিছু গোপন করবেন না বা লুকাবেন না। তাতে সাময়িক সমস্যা যদি হয়ও, সঙ্গীর কাছে আপনার বিশ্বস্ততা ঠিকই টিকে থাকবে। আবার যেকোন বিষয়ে একা একা সিদ্ধান্ত নেয়ার থেকে দুজন মিলে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিলে তার ফলাফল ভালো হবে।