দেশজুড়ে

গোপালপুরে অস্ত্রসহ আ.লীগ নেতা গ্রেফতার

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নন্দনপুর এলাকা থেকে ১টি বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।টাঙ্গাইল ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মাহফিজুর রহমান জানান, শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তেতে গোপালপুর উপজেলার নন্দনপুর এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ সাইফুল ইসলাম তালুকদার সুরুজকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নির্বাচন পরবর্তি সহিংসতাসহ গোপালপুর থানায় একাধিক মামলা রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।এফএ/এবিএস