তথ্যপ্রযুক্তি

গুগল সার্চে বাংলাদেশের শীর্ষ ১০

২০১৪ সালের সার্চ টপ চার্ট প্রকাশ করেছে বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন গুগল। টপ চার্টে বছরের মূখ্য ঘটনা, জনপ্রিয় ব্যাক্তিত্ব ও আলোচিত খবরগুলো একটি অনন্য দৃষ্টিকোণ থেকে দেখার সুযোগ করে দেয় এই তালিকা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল মঙ্গলবার এ তথ্য জানিয়েছে গুগল।এ বছর বাংলাদেশের আলোচিত শীর্ষ ১০ অনুসন্ধানগুলো হচ্ছে-১. এসএসসি ফলাফল ২০১৪২. এইচএসসি ফলাফল ২০১৪৩. বিশ্বকাপ ২০১৪৪. সোনালী ব্যাংক৫. জনতা ব্যাংক৬. এনটিআরসিএ৭. আইপিএল ২০১৪৮. কিক৯. ব্যাং ব্যাং১০. ঈদ এসএমএসবাংলাদেশ থেকে আলোচিত শীর্ষ ১০ মানুষ হচ্ছেন-১. জেনিফার লরেন্স২. রবিন উইলিয়ামস৩. সুচিত্রা সেন৪. জেমস রদ্রিগুয়েজ৫. নাঈলা নায়েম৬. অমৃতা অরোরা৭. কৃতি শ্যানন৮. আঁখি আলমগীর৯. অর্পিতা খান১০. নেইমারগুগলের কমিউনিকেশন ও পাবলিক অ্যাফেয়ার্স প্রধান জেফরি ইউসুফ এ প্রসঙ্গে বলেন, গুগল সার্চ একটি সাংস্কৃতিক ব্যারোমিটার হিসেবে কাজ করে। যেসব মূখ্য ঘটনা, জনপ্রিয় ব্যাক্তিত্ব ও আলোচিত প্রবণতাগুলো সমষ্টিগতভাবে বাংলাদেশিদের জীবনে প্রভাব বিস্তার করেছে সেসবের একটি প্রতিচ্ছবি আমাদের সামনে তুলে ধরে এটি।তিনি আরও বলেন, বেশিরভাগ মানুষই তথ্যের জন্য গুগলের কাছে আসে এবং আমরা বিশ্বাস করি, যে তালিকা আমরা বাংলাদেশের অনুসন্ধানের উপর তৈরি করেছি সেটা জাতীয় ভাবধারা বা সময়ের সাথে মানানসই।বিশ্বব্যাপি গুগল ইয়ার ইন সার্চ সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য ইন্টারেক্টিভ ডেটা ভিজুয়ালাইজেশন ব্যবহার করলেই সব তথ্য পাওয়া যাবে। এছাড়া গুগলের বার্ষিক ভিডিও দেখতে ভিজিট করতে পারেন google.com/2014 এই ঠিকানায়।