সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার দেশের উভয় শেয়ারবাজারে সূচক পতনে মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এ নিয়ে টানা পাঁচ কার্যদিবস সূচক পতন অব্যাহত রয়েছে শেয়ারবাজারে। তবে আজ সূচক কমলেও লেনদেন কিছুটা বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, গত ৯ ডিসেম্বর থেকে টানা পাঁচ কার্যদিবস অব্যাহত সূচক পতন হচ্ছে ডিএসইতে। এসময় ১০০ বেশি সূচক পতন হয়েছে। আজ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)দিনশেষে ব্রড ইনডেক্স ৪০ পয়েন্ট কমে দাঁড়ায় ৪ হাজার ৮৩৭ পয়েন্টে। ডিএসইতে টাকায় লেনদেন হয়েছে ২৮৪ কোটি ৫৩ লাখ টাকা। আর ডিএস৩০ সূচক ১৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৭৮৮ পয়েন্টে। ডিএসইতে লেনদেন হওয়া বেশিভাগ প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের দাম কমেছে। আজ লেনদেন হয়েছে ৩১২টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১১২টির, কমেছে ১৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টি প্রতিষ্ঠানের শেয়ারের।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সকাল সাড়ে ১১টার সিএসসিএক্স সূচক ৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ৯৮ পয়েন্টে। সিএসইতে মোট ২৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৩টির, কমেছে ১৪২টির আর অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২৬ কোটি ১ লাখ টাকা।