দেশজুড়ে

ঝিনাইদহে সংঘর্ষের ঘটনায় ১৩৩ জনের বিরুদ্ধে মামলা

এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহে আওয়ামী লীগ সমর্থিত দু’গ্রুপের সংঘর্ষে এক জনের নিহতের ঘটনায় ১৩৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। শনিবার দুপুরে নিহতের ভাই সদর থানায় এ মামলা করেন।ঝিনাইদহ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, নিহতের ভাই আকবর মীর বাদী হয়ে ৭৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৬০ জনকে আসামি করে মোট ১৩৩ জনের নামে এ মামলাটি দায়ের করেছেন। আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।উল্লেখ্য, শুক্রবার ঝিনাইদহ সদর উপজেলার পদ্মাকর ইউনিয়নের সয়াইল গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থিত দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মীর আকামত হোসেন নামে ১ জন নিহত হন। আহত হন আরো ১০ জন।এফএ/এমএস