দিনাজপুর সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের হামজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী সুমন, সুজন ও আল-আমিন স্কুল ব্যাগ না থাকায় বাজারের ব্যাগে করে বই-খাতা নিয়ে স্কুলে যাচ্ছে। এ চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত হওয়ায় হামজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ করেছেন আউলিয়াপুর যুব উন্নয়ন পাঠাগারের কয়েকজন তরুণ। শনিবার দিনাজপুর সদর উজেলার ৬নং আউলিয়াপুর ইউনিয়নের হামজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আউলিয়াপুর যুব উন্নয়ন পাঠাগারের উদ্যোগে ৫০ জন সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। হামজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজাল্লা মাহমুদ এর সভাপতিত্বে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে বক্তৃতা করেন কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রাহিনুর ইসলাম ছিদ্দিকী, দিনাজপুর আইটি পার্ক এর সভাপতি ও আইটি বিশেষজ্ঞ রাফায়েত হোসেন রাফু, আউলিয়াপুর নূরানি হাফিজিয়া মাদরাসার সভাপতি মো. মবিবর রহমান মঞ্জু ও পূনর্ভবা বিজ্ঞান সংঘের সভাপতি মো. মকিদ হায়দারসহ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন দিনাজপুর আদর্শ মহাবিদ্যালয়ের শিক্ষার্থী মো. মোসাদ্দেক হোসেন। শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের সুবিধা বঞ্চিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের দায়িত্ব। সমাজের সাধারণ মানুষকে অবহেলিত এবং বঞ্চিত রেখে শুধু নিজেদের সুযোগ সুবিধা আদায়ের চেষ্টা করা কোনো বিবেকবান মানুষের কাজ নয়। সমাজের বঞ্চিত অবহেলিতদের সাহায্য এবং সহযোগিতার মাধ্যমেই বৃত্তবানরা স্মরনিয়-বরণিয় হয়ে থাকবেন। আমাদের সমাজের বৃত্তবানরা যদি একটু এগিয়ে আসেন তাহলে আমাদের সমাজের সুবিধা বঞ্চিতরা অকেক উপকৃত হবে।এমদাদুল হক মিলন/এফএ/আরআইপি