দেশজুড়ে

দেশ বিরোধী অপশক্তির বিরুদ্ধে আবারও গর্জে উঠতে হবে

জাতির জনক বঙ্গবন্ধুর ভাষণে যেমন সাধারণ মানুষ উজ্জীবিত হয়ে যুদ্ধে নেমেছিল। স্বাধীন করেছিল দেশ। একইভাবে আবারও দেশ বিরোধী অপশক্তির বিরুদ্ধে গর্জে ওঠার আহ্বান জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।শনিবার দুপুরে নাটোরে একটি পাকা রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশের বিরুদ্ধে এখনও অনেক ষড়যন্ত্র চলমান আছে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে যে উন্নয়ন কার্যক্রম হচ্ছে তা স্তব্ধ করে দিতে দেশে বাস করা বিদেশি এজেন্টরা কাজ করছে। স্বাধীনতার যুদ্ধের সময় যারা এই দেশের পক্ষে অবস্থান নেয়নি তারা এখনও এ দেশের উন্নয়ন কার্যক্রম স্তব্ধ করে দিতে তৎপর রয়েছে। স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম ভোলা, শেরকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুল হাবিব রুবেল, পৌর যুবলীগের সভাপতি সোহেল তালুকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি রায়হান কবির টিটু, সাধারণ সম্পাদক আনিছুর রহমান লিখনসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন অংশ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।এর আগে প্রতিমন্ত্রী পলক উপজেলার বিনগ্রাম বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন, ৫২ লাখ ৫৬ হাজার টাকা ব্যয়ে বিনগ্রাম-সোনাপাতিল ভায়া শালমারা পর্যন্ত এক কিলোমিটার রাস্তার নির্মাণ কাজ, ২১ লাখ ৭৪ হাজার টাকা ব্যয়ে শেরকোল ইউনিয়ন পরিষদ থেকে বঙ্গবন্ধু কমার্স কলেজ পর্যন্ত আধা কিলোমিটার পাকা রাস্তা ও ৫২ লাখ ৩৯ হাজার টাকা ব্যয়ে নাটোর-বগুড়া মহাসড়ক থেকে পাঁচবাড়িয়া পুঠিমারী ঘাট পর্যন্ত এক কিলোমিটার সংযোগ সড়কের উদ্বোধন করেন।এদিকে শুক্রবার সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় এক কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে ৩ তলা বিশিষ্ট মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, ডাহিয়া ইউনিয়নের বড় আদিমপুর ও চক আদিত্য গ্রামে ৪০ লাখ ৪২ হাজার টাকা ব্যয়ে ৪.০৪২ কিলোমিটারে ৩৬৫টি পরিবারের মাঝে নতুন বিদ্যুৎ সংযোগ, সুকাশ ইউনিয়নের ঝলঝলিয়া গ্রামে তুলশি গঙ্গা খালের উপর নির্মিত ব্রীজ, বামিহাল-তেতুলিয়া ও বোয়ালিয়া-বেলগাড়ী পর্যন্ত রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।রেজাউল করিম রেজা/এফএ/আরআইপি