দেশজুড়ে

লক্ষ্মীপুরে মাদকসহ ৪ যুবক গ্রেফতার

লক্ষ্মীপুরের রামগঞ্জে মাদকসহ চার যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২ ফেব্রয়ারি) দুপরে তাদেরকে লক্ষ্মীপুরে আদালতে সোপর্দ করা হয়।

গ্রেফতাররা হলেন জাফুরুল ইসলাম, কুদরুত উল্যাহা কুদ্দুস, মনির হোসেন ও মিজান।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দিনগতরাতে উপজেলা চন্ডিপুর ইউনিয়নের মাছিমপুর গ্রাম থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ তাদেরকে আটক করা হয়। পরে পুলিশের করা মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে।

গ্রেফতার জাফুরুল রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের মাছিমপুর গ্রামের মৃত হারুনুর রশিদের ছেলে, কুদরুত একই ইউনিয়নের মৃত আমান উল্লাহর ছেলে, মনির একই এলাকার আবু বক্কর গাজীর ছেলে ও মিজান পশ্চিম মাছিমপুর গ্রামের খোকনের ছেলে।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জাগো নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা হয়েছে। পরে তাদেরকে আদালতে সোপর্দ করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

কাজল কায়েস/এনআইবি/এএসএম