নামাজের জামাতে সামনের কাতারে ফাঁকা জায়গা থাকলে পেছনের কাতারে একা দাঁড়ানো মাকরুহে তাহরিমি বা গুরুতর অপছন্দনীয় কাজ। কাতারে সবার সাথে দাঁড়ানোর সুযোগ থাকা অবস্থায় কিছুতেই একা দাঁড়ানো যাবে না। ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত রাসুল (সা.) বলেছেন,
أَقِيْمُوا الصُّفُوْفَ وَ حَاذُوْا بَيْنَ الْمَنَاكِبِ وَ سُدُّوْا الْخَلَلَ وَ لِيْنُوْا بِأَيْدِيْ اِخْوَانِكُمْ وَ لَاتَذَرُوْا فُرُجَاتٍ لِلشّيْطَانِ وَ مَنْ وَصَلَ صَفّا وَصَلَهُ اللهُ وَ مَنْ قَطَعَ صَفّا قَطَعَهُ اللهُ.
তোমরা কাতার সোজা কর। কাঁধসমূহকে বরাবর রাখ। ফাঁকা জায়গা পূর্ণ কর। তোমাদের ভাইদের হাতে তোমরা নরম হয়ে যাও এবং শয়তানের জন্য ফাঁকা জায়গা ছেড়ে দিয়ো না। যে কাতার মিলিয়ে দেয় আল্লাহ তাআলাও তাকে মিলিয়ে দেন। যে কাতার বিচ্ছিন্ন করে আল্লাহ তাআলা তাকে বিচ্ছিন্ন করে দেন। (সুনানে আবু দাউদ: ৬৬৬)
তবে কেউ যদি সামনে খালি রেখে পেছনে একা দাঁড়ায়, তাহলে তার নামাজ হয়ে যাবে। পুনরায় নামাজ পড়তে হবে না।
যদি সামনের কাতারে জায়গা খালি না থাকে তাহলে অন্য কোনো মুসল্লি আসার জন্য কিছুক্ষণ অপেক্ষা করবে, কেউ এলে তাকে নিয়ে নামাজে দাঁড়াবে। যদি কোনো মুসল্লি না আসে এবং রাকাত ছুটে যাওয়ার সম্ভাবনা দেখা দেয়, তাহলে একাই দাঁড়িয়ে যাবে।
ওএফএফ/এসএম