দেশজুড়ে

দুই পরিচ্ছন্নতাকর্মী খুনের ঘটনায় মামলা : আটক ১০

ফরিদপুরে চাঞ্চল্যকর দুই পরিচ্ছন্নতাকর্মী খুনের ঘটনায় ১০ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতভর অভিযান চালিয়ে তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।নিহত মানিকের স্ত্রী টুম্পা জমাদার বাদী হয়ে শুক্রবার রাতে অজ্ঞাত বেশ কয়েকজনকে আসামি করে এ মামলা দায়ের করেন। টুম্পা জানান, তিনি এবং তার স্বামী মানিক দুইজনেই পরিচ্ছন্নতা কর্মীর কাজ করেন। তাদের সন্তান শ্রীকান্ত অসুস্থ ছিল। তার ভাই নাটর পৌরসভার পরিচ্ছন কর্মী ছিল। তিনি ফরিদপুরে বেড়াতে এসেছিল এবং ওই রাতে ভরত সহযোগী হয়ে তার দুলা ভায়ের সঙ্গে পশ্চিম খাবাসপুর মিয়া পাড়া এলাকায় পরিষ্কারের কাজ করতে গিয়েছিল। ভোরে এলাকাবাসী তাদের মরদেহ দেখে পুলিশকে খবর দেয়।কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিমউদ্দিন জানান, শুক্রবার রাতে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে। এ ঘটনায় শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন ১০ জনকে আটক করা হয়েছে।  এস.এম. তরুন/এআরএ/আরআইপি