ফেনীতে কর্মরত পত্রিকা বিপণনকর্মীদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছে ফেনী সদর উপজেলা পরিষদ। শীতবস্ত্র পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তারা।
রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল। বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ন রশিদ, ভাইস চেয়ারম্যান একে শহীদ খন্দকার।
এসময় শুসেন চন্দ্র শীল বলেন, পত্রিকা বিপণনকর্মীদের মাঝে ভালোবাসার উপহার হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। এ পেশার মানুষরা আমাদের দোরগোড়ায় পত্রিকা পৌঁছে দেন। প্রধানমন্ত্রী সকল নাগরিকের খোঁজ রাখেন, সুযোগ-সুবিধা নিশ্চিত করেন।
প্রধান অতিথি আরও বলেন, পত্রিকা বিপনন কর্মীরা সকল দুর্যোগ বহু বাধা পেরিয়ে ভোর থেকে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আমাদের কাছে পত্রিকা পৌঁছে দেন। তবে বর্তমান সময়ে অনলাইন সংস্করণ ও প্রযুক্তির কল্যাণে পত্রিকা ক্রয় করে না সাধারণ মানুষ। অনলাইনের মাধ্যমে পত্রিকা পড়ে নেয়। এ কারণে তাদের আয় কমে গেছে। তাই আমরা তাদের পাশে দাঁড়াতে পারলে তারা উৎসাহ নিয়ে এ পেশায় টিকে থাকতে পারবে। কারণ শুধুমাত্র পত্রিকা বিক্রি করে এখন সংসার চালানো সম্ভব নয়।
উপজেলা চেয়ারম্যান আরও বলেন, আগামী রমজানের ৩০ দিনের পুরো খাবার, ঈদের দিন সেমাই-চিনিসহ নতুন কাপড়, রমজানের ১০ দিন পূর্বে পত্রিকা বিপননকর্মীদের কাছে পৌঁছে দেওয়া হবে।
ফেনী জেলা পত্রিকা বিপণনকর্মীদের সংগঠনের সভাপতি আবু তাহের ভূঞার সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক আবু তাহের, কামাল উদ্দিন ভূঞা, আরিফুল আমিন রিজভী, জমির উদ্দিন বেগ, এনামুল হক পাটোয়ারী, পত্রিকা বিপণনকর্মী রাজু আহমেদ, মিজানুর রহমান।
অনুষ্ঠানে অন্যানন্যের মধ্যে উপস্থিত ছিলেন ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন শাকা, শর্শদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানে আলম, বালিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক বাহার প্রমুখ।
অনুষ্ঠানে ৬০ জন বিপননকর্মীর মাঝে কম্বল তুলে দেন অতিথিরা। অনুষ্ঠান শেষে পত্রিকা বিপণনকর্মীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করে উপজেলা পরিষদ।
আবদুল্লাহ আল-মামুন/এনআইবি/জিকেএস