ক্যাম্পাস

তিন শিক্ষার্থীকে বহিষ্কার, তদন্তে কমিটি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গৃহবধূ ধর্ষণের ঘটনায় তিনজনকে সাময়িক বহিষ্কার ও তিনজনের সনদ স্থগিতসহ অবাঞ্ছিত ঘোষণা করেছে প্রশাসন। রোববার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নূরুল আলম বলেন, বহিরাগত দম্পতির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে প্রক্টরিয়াল বডির প্রাথমিক প্রতিবেদন পর্যালোচনা করে ধর্ষণ, ধর্ষণে সহযোগিতা এবং ধর্ষণকারীকে হল থেকে পালানোয় সহযোগিতা করায় অভিযুক্তদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে মামলার সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি আরও বলেন, অভিযুক্ত মোস্তাফিজুর রহমানের সনদ স্থগিত ও ক্যাম্পাসে অবাঞ্ছিত করা হয়। ভুক্তভোগীর স্বামীকে আটকে রাখার অপরাধে মুরাদ হোসেনকে সাময়িক বহিষ্কার ও সনদ স্থগিত, অভিযুক্তকে পালাতে সহায়তা করায় শাহ পরানের সনদ স্থগিত, সাব্বির হোসেন সাগর একই অপরাধে সাময়িক বহিষ্কার ও সনদ স্থগিত, এএসএম মোস্তফা মনোয়ার সিদ্দিকীকে সাময়িক বহিষ্কার, সনদ স্থগিতও অবাঞ্ছিত এবং হাসানুজ্জামানের সদন স্থগিত ও ক্যাম্পাসে অবাঞ্ছিত করা হয়।

তিনি আরও জানান, ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটিতে অধ্যাপক অজিৎ কুমার মজুমদারকে সভাপতি, মাহতাব-উজ-জাহিদকে সদস্য সচিব ও অধ্যাপক সায়েদুর রহমান, অধ্যাপক আফসানা হককে সদস্য করা হয়েছে। কমিটিকে ১৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়।

মাহবুব সরদার/আরএইচ/জিকেএস