দেশজুড়ে

মাদক মামলায় সিরাজগঞ্জে নারীর যাবজ্জীবন

সিরাজগঞ্জের কামারখন্দে হেরোইন রাখার দায়ে সাবিনা খাতুন (৩৭) নামে এক নারীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে তাকে।

রোববার (৪ ফেব্রুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মোহাম্মদ নাজির এ আদেশ দেন। সাবিনা খাতুন কামারখন্দ উপজেলার জামতৈল উত্তরপাড়া গ্রামের সাইফুল ইসলাম সরকারের স্ত্রী।

জেলা ও দায়রা জজ আদালতের পিপি আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০১৬ সালের ১০ নভেম্বর বিকেলে কামারখন্দ উপজেলার জামতৈল উত্তরপাড়া গ্রামের সাবিনা খাতুনের বাড়িতে হেরোইন, গাঁজা ও চোলাই মদ বেচা-কেনার খবরে অভিযান চালায় র‍্যাব। এসময় সাবিনা খাতুন পালিয়ে গেলেও র‍্যাব ৪৮ গ্রাম হেরোইন, ১ দশমিক ৮ কেজি গাঁজা ও ১৪ লিটার চোলাই মদ জব্দ করে।

এ ঘটনায় র‍্যাব-১২ এর ডিএডি প্রদীপ কুমার সাহা বাদী হয়ে কামারখন্দ থানায় একটি মাদক মামলা করেন। এ মামলায় আদালত সাবিনা খাতুনকে যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন।

এম এ মালেক/এমএইচআর