সিরাজগঞ্জে যাত্রী সেজে অটোরিকশায় উঠতেন ছিনতাইকারী চক্রের সদস্য শাহিন রেজা, রাব্বি ও আসাদুল। সুযোগ মতো নির্জন জায়গায় অজ্ঞান ও ভয় দেখিয়ে ছিনতাই করতেন তারা।
সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ পৌরসভার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- বেলকুচি উপজেলার বড়বেরা খারুয়া গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে শাহিন রেজা (২৪), সিরাজগঞ্জ পৌরসভার সয়াগোবিন্দ মহল্লার আব্দুল মোতালেবের ছেলে মোহাম্মদ রাব্বি (২৪) ও গোলাম মোস্তফার ছেলে আসাদুল (৪০)।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, চক্রটি জেলার বিভিন্ন থানার ব্যস্ততম এলাকা থেকে নির্জন স্থানে অতিরিক্ত ভাড়ার লোভ দেখিয়ে নিয়ে অজ্ঞান ও হত্যার হুমকি দিয়ে অটোরিকশা ছিনতাই করে বিক্রি করতেন। এ ঘটনায় মনিরুল ইসলাম নামের এক অটোরিকশাচালক আসামিদের শনাক্ত করে থানায় মামলা করেছেন।
এম এ মালেক/আরএইচ/এএসএম