চাঁদপুর সদরে ট্রাকের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (৫ ফেব্রুয়ারি) রাতে চাঁদপুর-কুমিল্লা সড়কের কুমারডুগী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সড়কের পাশ দিয়ে হেটে যাচ্ছিলেন মানসিক ভারসাম্যহীন ওই নারী। এসময় সামনের দিক থেকে আসা ট্রাক ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
শাহমাহমুদপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবুল বাশার রনি জানান, নিহত এই নারী ঘটনাস্থল এলাকার একটি বাড়ি থেকে খাবার খেয়ে বের হন। পরে সড়কের পাশ দিয়ে হেটে যাওয়ার সময় একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে চলে যায়।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম জানান, পুলিশ গিয়ে ওই নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে নিয়ে এসেছে। এখনো নিহতের পরিচয় পাওয়া যায়নি। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
শরীফুল ইসলাম/জেডএইচ