দেশজুড়ে

জামাইপাড়া এখন জনশূন্য

এক সময় পাড়াটিকে মানুষ ঘরজামাই পাড়া বলেই জানত। কারণ যে পরিবারগুলো থাকতো সব পরিবারেই ছিল ঘরজামাই। বলছিলাম ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের কথা।পার্শ্বের গ্রামের লোকজন জানায়, ইউনিয়নের চন্ডিপুর-জিয়ানগর সড়কের লক্ষ্মীপুর গ্রামের বালির মাঠে বছর খানেক আগে পর্যায়ক্রমে আটটি পরিবার বসবাস শুরু করে। বসবাসরত পরিবারগুলো এলাকার ঘরজামাই ছিল। ছয় মাস আগেও মানুষের বসবাসে সরগম ছিল গ্রামটি। তারা আরও জানায়, নিজেদের মধ্যে বিবাদের কারণেই জামাই পাড়াটি জনশূন্য হয়ে পড়েছে। এখানে তাহাজ উদ্দিন, আলমগীর হোসেন, সিরাজ উদ্দিন, আমির হোসেন, দিদার আলী, তছিম মিয়া, গিরাজ ওরফে দিরাজ ও মসলেম মিয়া তাদের পরিবার নিয়ে বসবাস শুরু করে। এখন পাড়াটিতে আর লোকজন বসবাস করে না। এখন শুধু ঘরবাড়ির চিহ্ন রয়েছে। বসতবাড়ির জমিতে চাষ করা হচ্ছে। লাগানো হয়েছে বিভিন্ন প্রকার গাছ।শংকরপুর গ্রামে বসবাসরত একমাত্র স্থানীয় তাহাজ উদ্দিন জানান, আগে এ পাড়ায় বসবাস করতাম। যোগাযোগের সুবিধার জন্য রাস্তার পাশে সেমিপাকা বাড়ি তৈরি করে ওখানে যাই । কিন্তু নানা প্রকার দ্বন্দ্ব-কলহ, চুরি হিংসায় মানসিকভাবে অতিষ্ঠ হয়ে পড়েছিলাম। তাই ঘরবাড়ি ভেঙে আগের গ্রামে বসবাস করছি।এসএস/এমএস