জয়পুরহাট সদর উপজেলার কোচনাপুর গ্রামে অন্তঃসত্ত্বা গৃহবধূ রিমা খাতুনকে (১৮) হত্যার অভিযোগে স্বামী, শ্বশুর ও শাশুড়িকে আটক করেছে পুলিশ। শনিবার গভীর রাতে তাদের আটক করা হয়। রোববার সকাল ১০ টায় সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। আটকরা হলেন-স্বামী আবু হাসান (২২), শ্বশুর আলীম মিয়া (৪৫), শাশুড়ি পলি খাতুন (৪০)। গৃহবধূ রিমা খাতুন একই উপজেলার চক জগদিশপুর গ্রামের মাদেসুর রহমানের মেয়ে। পুলিশ ও নিহতের পরিবার জানায়, প্রায় ১০ মাস আগে রিমা খাতুনের সঙ্গে পার্শ্ববর্তী গ্রামের আলিম হোসেনের ছেলে আবু হাসানের বিয়ে হয়। বিয়ের পর থেকে আবু হাসান ও তার পরিবার যৌতুকের জন্য রিমার উপর চাপ দিতে থাকে এবং প্রায়ই নির্যাতন চালাতে থাকে। এরই এক পর্যায়ে শনিবার দুপুরে হাসান ও তার পরিবার পুনরায় তাকে শারীরিক নির্যাতন চালালে সে মারা যায়। পরে ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য আত্মহত্যার ঘটনা সাজানো হয়। কিন্তু ঘটনাটিতে রিমার পরিবারের সন্দেহ হলে নিহতের ভাই হাসান আলী বাদী হয়ে থানায় অভিযোগ করলে পুলিশ স্বামী আবু হাসান, শ্বশুর আলীম ও শাশুড়ি পলি খাতুনকে আটক করে মরদেহ থানায় নিয়ে আসে। জয়পুরহাট সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, তদন্ত সাপেক্ষ ও মরদেহের ময়নাতদন্তের পর মূল ঘটনা উৎঘাটন হবে।রাশেদুজ্জামান/এসএস/এমএস