নীলফামারীর সৈয়দপুর শহরের প্রধান সড়কগুলো চলাচল অনুপযোগী হয়ে পড়ায় দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২ টায় সৈয়দপুরের বিভিন্ন সংগঠনের আহবানে এ কর্মসূচি পালিত হয়।
শহরের ব্যস্ততম সড়কে তামান্না মোড় হতে ওয়াপদা মোড় পর্যন্ত দীর্ঘ চার কিলোমিটার জুড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন এলাকায় পৃথক পৃথক ব্যানারে রাজনৈতিক নেতারা, ব্যবসায়ী ও শ্রমিকসহ বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন।
রেলওয়ে ঘুমটি এলাকায় বাম সংগঠনের মঞ্চে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির উপজেলা সভাপতি তোফাজ্জল ইসলাম, সাধারণ সম্পাদক আশিক জনি, জাসদ (ইনু) উপজেলা সভাপতি আজিজুল হক, কমিউনিস্ট পার্টির উপজেলা সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জাভিস্কো, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, জাতীয় পার্টির নেতা আলতাফ হোসেন, নারী নেত্রী সিদ্দিকা প্রমুখ।
মানবন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ প্রায় পাঁচ বছর ধরে সৈয়দপুরবাসী রাস্তায় যাতায়াতের ক্ষেত্রে চরম ভোগান্তির শিকার। পৌর এলাকার সিংহভাগ সড়ক ভেঙে চলাচল অযোগ্য হয়ে পড়লেও পৌর কর্তৃপক্ষ তিন বছরেও কার্যকর কোনো উদ্যোগ নেয়নি।
তারা আরও বলেন, মেয়র নিজেকে প্রধানমন্ত্রীর প্রার্থী হিসেবে গর্ব করলেও তিনি তার দ্বারা পৌরবাসীর সামান্যতম উন্নয়ন হয়নি। বার বার কথা দিয়েও তিনি কোনো সড়কই সংষ্কার করেননি। এতে দিন দিন নানামুখী সমস্যার সম্মুখীন হচ্ছে সৈয়দপুর শহরের মানুষ। এ থেকে উত্তরণে দ্রুতই বেহাল সড়কগুলো সংস্কারের দাবি জানান তারা।
সৈয়দপুর দেশের অষ্টম বৃহৎ বাণিজ্য নগরী এবং প্রথম শ্রেণির পৌরসভা। উপজেলার ৮০০ কিলোমিটার সড়কের মধ্যে ৫০০ কিলোমিটার পাকা। এর মধ্যে ৪০০ কিলোমিটারই খানাখন্দকে পরিপূর্ণ। ফলে শহরের প্রধান পাঁচটি সড়কে চলাচলে অসহনীয় দূরাবস্থা সৃষ্টি হয়েছে বলেও অভিযোগ করেন আন্দোলনকারীরা।
এনআইবি/জিকেএস