দেশজুড়ে

কিশোরগঞ্জে ফ্লাওয়ার মিলসে আগুন, এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

কিশোরগঞ্জের বত্রিশ আমলিতলা এলাকার এ.টি ফাওয়ার মিলস্ লিমিটেডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারী জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কিশোরগঞ্জের বত্রিশ আমলিতলা এলাকার এ.টি ফাওয়ার মিলস্ লিমিটেডে রাত সাড়ে ৮টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতির কথা জানিয়েছে ফায়ার সার্ভিস।

এসকে রাসেল/এমকেআর