দেশজুড়ে

নেত্রকোনায় পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

নেত্রকোনার কলমাকান্দার বাকলা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। রোববার বিকেলে উপজেলার নাজিরপুর ইউনিয়নের শিবনগর গ্রামে এ ঘটনা ঘটে।নাজিরপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস বাবুল জাগো নিউজকে জানান, শিবনগর গ্রামের আব্দুল জলিলের ছেলে জাহিদুল ইসলাম (৩) ও তারই চাচাতো ভাই আব্দুল করিমের মেয়ে সামিয়া আক্তার (৩) অন্যান্য শিশুদের সঙ্গে দুপুরে বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া বাকলা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়।অন্যান্য শিশুরা বিষয়টি তাদের বাবা-মাকে জানালে পরিবারের লোকজন ও এলাকাবাসী প্রায় আধাঘন্টা নদীতে তল্লাশি চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।কলমাকান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পরিবারের আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।  কামাল হোসাইন/এআরএ/পিআর