বৈশাখী হাওয়ায় ইলিশের বাজারে আগুন লেগেছে। মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়ায় একটি আড়তে রোববার সকালে একটি ইলিশ বিক্রি হয়েছে ১৭ হাজার টাকা। আব্দুল মজিদ আড়ৎ থেকে আড়াই কেজি ওজনের পদ্মার এই ইলিশটি কিনে নেন রাজধানী ঢাকার এক বাসিন্দা। তবে আড়ৎদাররা ওই ব্যক্তির নাম প্রকাশ করেননি।পহেলা বৈশাখ সামনে রেখে দূর-দুরন্ত থেকে মাওয়ার পদ্মাপাড়ে লোকজন ইলিশ কিনতে ছুটে আসছেন। দামও আকাশছোঁয়া। মাঝারি আকৃতির একেকটি ইলিশ বিক্রি হচ্ছে ৬ থেকে ৭ হাজার টাকায়।আড়তের হিসাবরক্ষক মুনছুর শেখ জানান, সকালে চাঁদপুর সংলগ্ন পদ্মা থেকে আড়াই কেজি ওজনের একটি ইলিশ আড়তে আসে। মাছটি নিলামে তুললে ১৭ হাজার টাকায় রাজধানী ঢাকার এক বাসিন্দা এটি কিনে নেন। তবে খাতায় মাছের দাম উল্লেখ থাকলেও ক্রেতার নাম লেখা হয়নি।হাজী আব্দুর রহমান মৎস্য আড়তের আড়তদার চাঁন মাতবর জানান, গত কয়েকদিন থেকে এখানে পদ্মার ইলিশের খুবই সংকট যাচ্ছে। দু’দিন আগেও পাইকাররা সোয়া কেজির এক হালি ইলিশ বিক্রি করেছেন ৭ থেকে ৮ হাজার টাকা। কিন্তু রোববার একই ওজনের এক হালি ইলিশ বিক্রি হয়েছে ৩০ থেকে ৩২ হাজার টাকায়।একই সঙ্গে দেড় কেজি ওজনের একটি ইলিশ বিক্রি হচ্ছে ১৪ থেকে ১৫ হাজার টাকায়। রাজধানীর বিভিন্ন পাইকার, স্থানীয় খুচরা বিক্রেতাদের পাশাপাশি বিত্তবান অনেক ক্রেতা খুব ভোরে মাওয়ায় এসে এসব ইলিশ কিনে নিয়ে যাচ্ছেন বলে জানান তিনি।বিএ