দেশজুড়ে

ভালোবাসা দিবসে ভৈরবে ১৪ টাকায় পিৎজা

ভ্যালেন্টাইনস ডে বা ভালোবাসা দিবস উপলক্ষে কিশোরগঞ্জের ভৈরবে ১৪ টাকায় পিৎজা খাওয়ার সুযোগ পেলেন ভোজনরসিকরা। এ অফারে পিৎজা পেতে ‘ফুড ব্যাংক ক্যাফে ভৈরব’ নামের রেস্তোরাঁ প্রাঙ্গণে ভিড় জমে যায়।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে পিৎজা খেতে রেস্তোরাঁয় আসা শুরু করেন ক্রেতারা। মাত্র ১৪ টাকায় ৯ ইঞ্চি আকারের পিৎজা খেতে পেরে সন্তোষ প্রকাশ করেন তারা।

১৪ টাকার পিৎজায় রয়েছে ক্যাপসিকাম, চিজ, জেলোপিনো, গারলিক মাশরুম ইত্যাদি। সঙ্গে টমেটো ক্যাচাপ ও মেয়ো সস। তবে ৩০ টাকায় কিনতে হয় একটি কোল্ড ড্রিংকস।

সরেজমিন দেখা যায়, ফুড ব্যাংক ক্যাফে ভৈরব রেস্টুরেন্টের গেটে সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছেন শতাধিক ক্রেতা। এসময় কথা হয় পঞ্চবটির বাসিন্দা মো. শহিদের সঙ্গে। তিনি জাগো নিউজকে বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে জেনেছি ভৈরবের ফুড ব্যাংক ক্যাফের প্রতিষ্ঠার এক বছর উদযাপন ও ভালোবাসা দিবস উপলক্ষে ১৪ টাকায় পিৎজা বিক্রি করছে। সেজন্যই ভাগনিকে নিয়ে পিৎজা খেতে এসেছি। ভিড় থাকায় সিরিয়ালে আছি।’

কাজী আহসান কবির নামের আরেকজন বলেন, ‘ভালোবাসা দিবস উপলক্ষে ১৪ টাকায় পিৎজা বিক্রি করছে শুনে পরিবার নিয়ে এসেছি। কম টাকায় মজাদার পিৎজা খেয়ে ভালো লাগছে।’

পরিবারের তিন সদস্য নিয়ে পিৎজা খেতে এসেছেন গৃহবধূ রাত্রি। তিনি জাগো নিউজকে বলেন, ‘১৪ টাকায় পিৎজা অবিশ্বাস্য! বোন-ভাগনিকে সঙ্গে নিয়ে খেয়েছি। স্বাদও দারুণ ছিল।’

কথা হয় ভৈরব ফুড ব্যাংক ক্যাফের স্বত্বাধিকারী আব্দুল্লাহ আল মাহবুবের সঙ্গে। তিনি বলেন, গত বছরের ১৪ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয়েছিল আমাদের ফুড ব্যাংক ক্যাফে ভৈরব নামের রেস্তোরাঁটি। প্রতিষ্ঠার একবছর উদযাপন ও ভালোবাসা দিবস উপলক্ষে ১৪ টাকায় সুস্বাদু পিৎজা খাওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এ সুযোগে আমরা যথেষ্ট সাড়া পেয়েছি।

রাজীবুল হাসান/এসআর/জিকেএস