নওগাঁয় মুকুল হোসেন (৫০) নামের এক মাদক কারবারির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয়মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক এস এম মনিরুজ্জামান এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত মুকুল হোসেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাদারপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে। রাষ ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১ মার্চ রাত সাড়ে ১১টার দিকে নওগাঁর মহাদেবপুর উপজেলার সারতা গ্রামে মাদকবিরোধী অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় ৪০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি মুকুলকে আটক করা হয়। এ ঘটনায় মহাদেবপুর থানায় মুকুলের বিরুদ্ধে মামলা করেন উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশিদ।
পরে এ মামলায় পুলিশ তদন্ত করে ঘটনার সত্যতা আছে মর্মে আদালতে অভিযোগপত্র দেয়। রাষ্ট্রপক্ষ এ ঘটনায় সাতজনের সাক্ষ্যগ্রহণ করে। এরপর দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার দুপুরে মুকুলকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একইসঙ্গে ১০ হাজার টাকা অর্থদণ্ড করে অনাদায়ে আরও ছয়মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন বিচারক।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মোজাহার আলী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
মশিউর রহমান/এসআর/জিকেএস