কিশোরগঞ্জের ভৈরবে ৩০০ বস্তা ভারতীয় চিনিসহ তিনজনকে আটক করেছে পুলিশ। অবৈধ চিনি পরিবহনে নিয়োজিত ট্রাকটি জব্দ করা হয়েছে।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরের দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কমলপুর ট্রমা হাসপাতালের সংলগ্ন এলাকা থেকে ভারতীয় চিনিসহ তাদের আটক করা হয়।
আটকরা হলেন, ঝালকাঠি জেলার রাজাপুর থানার আলগি এলাকার মৃত শাহজাহান হাওলাদারে ছেলে শাহীন হাওলাদার (৩৮) ,জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার জোয়ানেরচর গ্রামের আজিজুলের ছেলে শাওন (২৫), নাটোর জেলার লালপুর থানার গোপালপুর এলাকার হাশেম উদ্দিনের ছেলে আসিফ হোসেন (২৪) ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ দল শুক্রবার দুপুরের দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওপর হতে ঢাকা মেট্রো (ট ২২-২৫৩৯) ট্রাকে থাকা সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ পথে আনা ভারতীয় ৩০০ বস্তায় মোট ১৫০০০ কেজি চিনি জব্দ করে।
এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম জাগো নিউজকে জানান, সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ ভারতীয় চিনি পাচারের সময়ে ৩০০ বস্তা চিনিসহ তিনজকে আটক করা হয়েছে । আটকদের বিরুদ্ধে ভৈরব থানায় একটি মামলা করে আসামিদের কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে ।
রাজীবুল হাসান/এনআইবি/এএসএম