দেশজুড়ে

যশোরে অস্ত্র-মাদকসহ ৬৫ জন গ্রেফতার

যশোরে অস্ত্র ও মাদকসহ ৬৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৭ ফেব্রুয়ারি) যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে (১৪-১৬ ফেব্রুয়ারি) রাত পর্যন্ত তাদের জেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে ৩২ মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের কারাগারে পাঠানো হয়।

অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন জানান, জেলার প্রতিটি থানা, ডিবি পুলিশ জেলায় সংঘটিত বিভিন্ন চুরি, ডাকাতি, অপহরণ, হত্যার রহস্য উদঘাটনসহ অবৈধ অস্ত্র উদ্ধার করে জনমনে স্বস্তি ও আস্থার স্বাক্ষর রেখে চলেছেন। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বিশেষ অভিযানে অস্ত্র ও মাদকদ্রব্যসহ ৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে পৃথক ৩২ রুজু করে তাদের আদালতে সোপর্দ করা হয়।

মিলন রহমান/আরএইচ/জেআইএম