নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক এইচএসএসসি পরীক্ষার্থীসহ দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ভিন্নজগত সড়কের ছগিরবাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মাগুড়া ইউনিয়নের শিঙ্গেরগাড়ী পাঠানপাড়া গ্রামের এনামুল হকের ছেলে এইচএসসি পরীক্ষার্থী আব্দুল কাইয়ুম(১৯) এবং চাঁদখানা ইউনিয়নের ডোঙ্গা গ্রামের আবু হোসেনের ছেলে সাবেক বিজিবি সদস্য বিপ্লব মিয়া (৩০)। এসময় মাসুদ খান নামে একজন আহত হয়েছেন।প্রত্যাক্ষদর্শীরা জানান, ঘটনার সময় একটি মোটরসাইকেলে উপজেলার মাসুদ খান ও আব্দুল কাইয়ুম কিশোরগঞ্জ উপজেলা শহরে আসছিলেন। অপরদিকে কিশোরগঞ্জ উপজেলা শহর থেকে চাঁদখানা ইউনিয়নের ডোঙ্গা গ্রামের আবু হোসেনের ছেলে সাবেক বিজিবি সদস্য বিপ্লব মিয়া (৩০) মোটরসাইকেল যোগে নিজবাড়ি ফিরছিলেন। এ সময় দুই মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে বিপ্লব ও কাইয়ুম নিহত হন। গুরুতর আহত মাসুদ খানকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে ও আহত একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। জাহেদুল ইসলাম/এফএ/এমএস