দেশজুড়ে

ছুটিতে শতভাগ বুকড বান্দরবানের অধিকাংশ হোটেল-রিসোর্ট

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও সাপ্তাহিক সরকারি ছুটি উপলক্ষে আগামী ২১, ২২ ও ২৩ ফেব্রুয়ারি খালি নেই বান্দরবানের অধিকাংশ হোটেল-মোটেল ও রিসোর্ট। এসব হোটেলের আগাম বুকিং নিয়ে রেখেছেন ভ্রমণ প্রত্যাশিরা।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে হোটেল ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা যায়।

হোটেল ব্যবসায়ীরা জানান, যান্ত্রিকতা ও কর্মজীবনের শত ব্যস্ততা ভুলে একান্ত নিজের করে কিছুটা সময় অবকাশ যাপন করতে পর্যটকরা ভিড় করেন পাহাড়কন্যা খ্যাত প্রকৃতির অপার লীলাভূমি বান্দরবানে। বছরজুড়ে কম বেশি পর্যটকদের পদচারণায় মুখর থাকলেও বিশেষ ছুটির দিনে এই পদচারণা বাড়ে কয়েকগুণ। ফলে পর্যটন শিল্পকে কেন্দ্র করে জেলাজুড়ে গড়ে উঠেছে অসংখ্য হোটেল-মোটেল ও রিসোর্ট। এতে যুক্ত হয়ে জীবিকা নির্বাহ করছেন জেলার ১০ হাজারেরও বেশি জনগণ।

গত ৪ বছরে করোনা-বন্যা ও আঞ্চলিক সংগঠনের বিরূপ প্রভাবের কারণে ব্যাপক ক্ষতির সম্মুখীন হন এ জেলার পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তবে এ বছরের পর্যটন মৌসুমে আশানুরূপ পর্যটকের সাড়া পেয়েছেন তারা। ফলে আগের ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে উঠতে পারবেন বলে প্রত্যাশা তাদের।

ব্যবসায়ীরা আরও জানান, আগামী ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ২৩-২৪ সাপ্তাহিক ও ২৬ ফেব্রুয়ারি শবেবরাতের সরকারি ছুটি উপলক্ষে ব্যাপক পর্যটকের ব্যাপক সাড়া পেয়েছেন হোটেল ব্যবসায়ীরা। ২১-২২ ফেব্রুয়ারি বান্দরবান জেলা সদরের অধিকাংশ হোটেল-মোটেল ও কটেজের সবকটি কক্ষ আগাম বুকিং নিয়ে রেখেছেন ভ্রমণ প্রত্যাশীরা।

হোটেল গার্ডেন সিটির দায়িত্বে থাকা জহিরুল ইসলাম আরমান জানান, ২১ ফেব্রুয়ারি ৮০ শতাংশ ও ২২-২৩ ফেব্রুয়ারি হোটেলের শতভাগ কক্ষ আগাম বুকিং নিয়ে রেখেছেন ভ্রমণ প্রত্যাশীরা।

হোটেল গ্রান্ড ভেলির ফ্রন্টডেস্ক ম্যানেজার মিসেস তাসপিয়া জানান, তাদের হোটেলে ২১ ফেব্রুয়ারি শতভাগ ও ২৩-২৪ ফেব্রুয়ারি ৭০ শতাংশ আগাম বুকিং নিয়ে রেখেছেন ভ্রমণ প্রত্যাশীরা। এছাড়া বাকি কয়েক দিনে আগাম বুকিংয়ের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশা করছেন তিনি।

পর্যটন কমপ্লেক্সের ম্যানেজার মোহাম্মদ শোয়েব জানান, তাদের কমপ্লেক্সে ২১-২২ ফেব্রুয়ারি শতভাগ ও ২৩-২৪ ফেব্রুয়ারি ৬০ শতাংশ কক্ষ আগাম বুকিং নিয়ে রেখেছেন ভ্রমণ প্রত্যাশীরা।

হোটেল অরণ্যের মালিক ও বান্দরবান হোটেল মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দীন বলেন, ২১, ২২ ও ২৩ ফেব্রুয়ারি তার হোটেলসহ জেলা সদরের অধিকাংশ হোটেলের কক্ষ আগাম বুকিং হয়ে গেছে। আগত পর্যটকদের সেবার মান অরও উন্নত করার জন্য সমিতির পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।

বান্দরবান টুরিস্ট পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ জানান, বছরের পুরো সময়জুড়ে জেলার বিভিন্ন পর্যটন স্পটে পর্যটকরা ভিড় জমান দেশ ও বিদেশের বিভিন্ন স্থান থেকে। তবে আগামী ২১, ২৩ ও ২৪ ফেব্রুয়ারি সরকারি ছুটিতে তুলনামূলক বেশি পর্যটক আসার সম্ভবনা রয়েছে। ফলে তাদের সার্বিক নিরাপত্তার স্বার্থে পুলিশি পোশাকের পাশাপাশি সাদা পোশাকে কাজ করবে পুলিশ। পাশাপাশি ভ্রাম্যমাণ টিম প্রত্যেকটি স্পষ্টে দায়িত্ব পালন করবে।

নয়ন চক্রবর্তী/এফএ/জিকেএস