দেশজুড়ে

মাদারীপুরে স্পট মিটারিং কর্মসূচি শুরু

প্রধানমন্ত্রীর ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার অঙ্গিকারকে বাস্তবায়ন করার লক্ষ্যে গ্রাহকদেরকে দ্রুত বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতি স্পট মিটারিং কর্মসূচি শুরু করেছে।সোমবার মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নের প্রায় ২শ গ্রাহকদের মধ্যে স্পট মিটারিং কর্মসূচির উদ্বোধন করেন মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী সৈয়দ কামরুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুধখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান হিরু খান। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক নিত্যানন্দ হালদার ও ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. শিফাজ উদ্দিন মল্লিক।মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী সৈয়দ কামরুল হাসান জানান, স্পট মিটারিং কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে মাদারীপুর জেলার প্রত্যেকটি ইউনিয়নে দ্রুত মিটার সংযোগ দেওয়ার ব্যাবস্থা করা হবে।নাসিরুল হক/এফএ/পিআর